প্রধান খবর

বিমানবন্দরে দগ্ধ-আহতদের চিকিৎসায় প্রস্তুত ঢাকার চার হাসপাতাল: স্বাস্থ্য অধিদপ্তর

Published

on

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বা দগ্ধ ব্যক্তিদের জরুরি চিকিৎসা নিশ্চিতে রাজধানীর চারটি হাসপাতাল সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান বলেন, ‘জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতাল আমরা সার্বক্ষণিক প্রস্তুত রাখতে বলেছি। যেকোনো জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরো জানান, এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক দগ্ধতা, শ্বাসনালি পুড়ে যাওয়া বা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ার মতো বিভিন্ন পরিস্থিতির তৈরি হতে পারে।

তাই বিশেষায়িত চিকিৎসাসেবা দ্রুত পাওয়ার জন্যই এই চারটি হাসপাতাল বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে আগুন লাগে। ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়।

Advertisement

Trending

Exit mobile version