নির্বাচিত

বিশ্ব দৃষ্টি দিবস : দেশে দৃষ্টিজনিত ত্রুটিতে ভুগছেন ১ কোটি ৪৩ লাখ মানুষ

Published

on

দেশে ১ কোটি ৪৩ লাখ মানুষ দৃষ্টিজনিত ত্রুটিতে ভুগছেন। দিন দিন এই চোখের রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ছোটবেলা থেকে স্মার্টফোন এবং ট্যাবে ভিডিও গেমসের আসক্তি শিশুদের চোখের নানা সমস্যাসহ মানসিক সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকদের তথ্যমতে, প্রতিদিন ৩ হাজারের বেশি রোগী চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্তরা শুধু এই প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়।

এমন পরিস্থিতিতে আজ (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আপনার চোখকে ভালোবাসুন’। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ চোখের বিভিন্ন রোগ। যত্ন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই দিবসটির লক্ষ্য। অন্ধত্ব প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সংস্থা আইএপিবি এবারের বিশ্ব দৃষ্টি দিবস সামনে রেখে বছরব্যাপী প্রচার শুরু করেছে। অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ন্যাশনাল আই কেয়ারের পাশাপাশি চক্ষুসেবায় নিয়োজিত সংস্থা আন্ধেরি হিলফি, ব্র্যাক, সিবিএম গেস্নাবাল, ফ্রেড হোলোস ফাউন্ডেশন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল, অরবিস ইন্টারন্যাশনাল, সাইট সেভারস, ভিশন স্প্রিং এবং এসিলর লাকসোটিকা জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি এবং বিশেষ চক্ষুসেবার আয়োজন করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে পৃথিবীতে প্রায় ২২০ কোটি মানুষ অন্ধত্ব বা দৃষ্টিপ্রতিবন্ধকতায় ভুগছে; এর মধ্যে ১০০ কোটি মানুষের অন্ধত্ব বা দৃষ্টিপ্রতিবন্ধকতা প্রতিরোধ এবং প্রতিকার সম্ভব।

Trending

Exit mobile version