নির্বাচিত

বিএএএসের সভাপতি হালিমুজ্জামান, মহাসচিব নিজাম উদ্দিন

Published

on

বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটির (বিএএএস) ২১ সদস্যের নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে।

সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয় বলে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও ও ডিএমডি মোহাম্মদ হালিমুজ্জামান। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সোডিক্যাল কেমিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও উদ্যোক্তা শেখ নিজাম উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ হয়েছেন উর্মি গ্রুপের গ্রুপ সিইও মীর আশরাফুল হোসেন।

কমিটির চারজন ভাইস প্রেসিডেন্ট হলেন—সৈয়দ আহসানুল আপন (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), ডা. মোহাম্মদ জাকির হোসেন, মোসলে উজ জামান, মুজিবুল ইসলাম পন্না।

বাকি নির্বাচিত সদস্যরা হলেন—যুগ্ম সম্পাদক ওয়ালিউর রহমান ও আবুল কালাম আজাদ, যুগ্ম কোষাধ্যক্ষ শেখ মুস্তাহিদুর রহমান ও উম্মে সালমা, নির্বাহী সদস্য (পদাধিকার বলে) হয়েছেন স্থপতি জাকারিউল ইসলাম।

Advertisement

সদস্য হয়েছেন মো. মামুনুর রশিদ, সৌমিত্র কুমার মৎসুদ্দি, নাঈমুল হাসান, এম. মনজুরুল হাসান, কাজী তাসনুভা তারান্নুম, ডা. এস. এম. জাগলুল এ মজুমদার, এ এন মো. শাহাজাহান, নিরুপমা নাজনীন নাহার ও হক মিনাল্লাহ শেতার।

বিএএএস হলো জাপানভিত্তিক এওটিএসর সাবেক শিক্ষার্থীদের সংগঠন। বাংলাদেশে এ সংস্থা বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও নেটওয়ার্ক গঠনে ভূমিকা রাখছে।

Trending

Exit mobile version