স্বাস্থ্য সংবাদ

জানেন কি, টি-ব্যাগের চা পানে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি

Published

on

অনেকের দিন শুরু হয় এককাপ চায়ের সঙ্গে। সহজেই চা বানাতে টি-ব্যাগের ওপর নির্ভরশীল মানুষ দিন দিন বাড়ছে। কিন্তু সম্প্রতি স্পেনের বার্সেলোনার অটোনোমাস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে একটি উদ্বেগজনক তথ্য—টি-ব্যাগ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক নির্গত হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

গবেষণায় দেখা গেছে, পলিমার-ভিত্তিক উপাদান দিয়ে তৈরি বাণিজ্যিক টি-ব্যাগ গরম পানির সংস্পর্শে এলে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণা চায়ের সঙ্গে মিশে যায়। এসব কণা মানুষের শরীরে প্রবেশ করে সম্ভাব্য নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, টি-ব্যাগ তৈরিতে ব্যবহৃত পলিপ্রোপিলিন, সেলুলোজ ও নাইলন-৬ নামক উপাদানগুলোই মূলত মাইক্রোপ্লাস্টিকের উৎস।
– পলিপ্রোপিলিন: প্রতি মিলিলিটারে ১২০ কোটি কণা নির্গত করে, যার গড় আকার ১৩৬ দশমিক ৭ ন্যানোমিটার।
– সেলুলোজ: প্রতি মিলিলিটারে ১৩ কোটি ৫০ হাজার কণা নির্গত করে, যার গড় আকার ২৪৪ ন্যানোমিটার।
– নাইলন-৬: প্রতি মিলিলিটারে ৮১ লাখ ৮০ হাজার কণা নির্গত করে, যার গড় আকার ১৩৮ দশমিক ৪ ন্যানোমিটার।

মাইক্রোপ্লাস্টিক কণা মানবদেহে প্রবেশ করলে অন্ত্রের কোষে শোষিত হয়ে রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে। এসব কণার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন গবেষক আলবা গার্সিয়া-রডরিগেজ।

স্বাস্থ্যের ঝুঁকি কমাতে গবেষকেরা প্রাকৃতিক উপাদানে তৈরি টি-ব্যাগ বা চা পাতা সরাসরি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিও জরুরি।

Advertisement

সূত্র: এনডিটিভি

Trending

Exit mobile version