স্বাস্থ্য সংবাদ

গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নতুন পরিচালক সাইফ উদ্দৌলা

Published

on

জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সাইফ উদ্দৌলা। একইসঙ্গে তাকে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-১) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দৌলাকে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে বদলি/পদায়ন করা হলো।

বদলিকৃত এই কর্মকর্তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

অপরদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়াকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।

Advertisement

Trending

Exit mobile version