নির্বাচিত

বাংলাদেশ আই হসপিটালের ২০ বছর পূর্তি উদযাপন

Published

on

বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট লিমিটেড প্রতিষ্ঠার দুই দশক পূর্ণ করেছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চক্ষু সেবায় বাংলাদেশকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই সম্পর্কে বিশদ মতবিনিময় হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা ডা. নিয়াজ আবদুর রহমান। এছাড়া সকল ব্রাঞ্চের (১১টি ব্রাঞ্চ) ডাক্তার ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে চক্ষু চিকিৎসার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

২০০৫ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ আই হসপিটাল বিগত দুই দশকে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, ব্যাক-আপ ক্লিনিক ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশের চক্ষু স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখে। প্রতিষ্ঠানটির দক্ষ চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীরা হাজারও রোগীর অন্ধকার জীবনকে আলোয় ফিরিয়ে এনেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শুধু উন্নত চিকিৎসা নয়, গবেষণা কার্যক্রম, চক্ষু সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন এবং স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষ করে বিনামূল্যে ছানি অপারেশন কর্মসূচি তাদের অন্যতম প্রধান সাফল্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আই হসপিটাল আগামী দিনগুলোতেও দেশের চক্ষু চিকিৎসা খাতে নেতৃত্ব দিয়ে যাবে এবং সবার জন্য দৃষ্টিশক্তি সুরক্ষায় কাজ করবে।

Advertisement

Trending

Exit mobile version