স্বাস্থ্য সংবাদ

ডা. শায়লা নাজনীন তানিয়া আর নেই

Published

on

শরিয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কনসালটেন্ট (গাইনী এবং অবস্) ডা. শায়লা নাজনীন তানিয়া আর নেই। শনিবার (২৯ মার্চ) তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, মরহুম ডা. শায়লা নাজনীন তানিয়া ক্যানসারে (NHL) আক্রান্ত ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ৩৯তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন তিনি।

ডা. শায়লা নাজনীন তানিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ক্যান্সার রোগতত্ত্ববিদ ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি বলেন, মনটা ভীষণ খারাপ। ডা. শায়লা নাজনীনকে ছাত্রী হিসেবে পেয়েছিলাম। মাত্র দুই সপ্তাহের সংযুক্তি ছিলো গাইনী অনকোলজির কোর্সের সুবাদে। খুব মনোযোগী, খুব ভদ্র ও অমায়িক। নারীদের ক্যান্সার বিশেষজ্ঞ হতে চেয়েছিলো। ক্যান্সারই ওর জীবনটা কেড়ে নিলো।

Trending

Exit mobile version