নির্বাচিত

ঢাকায় অ্যাস্থেটিক-স্টেম সেল থেরাপি নিয়ে আন্তর্জাতিক সায়েন্টিফিক সেশন

Published

on

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘অ্যাস্থেটিক ও স্টেম সেল থেরাপি’ বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেশন। পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশে ত্বক ও চুলে স্টেম সেল থেরাপির আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত লাইভ ডেমোনস্ট্রেশন প্রদর্শিত হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ইমপালস হাসপাতাল এবং ইনডেক্স গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইমপালস হাসপাতাল এবং ইনডেক্স গ্রুপের উদ্যোগে এ আয়োজনের আন্তর্জাতিক অংশীদার ছিল ডিওএফ কোরিয়া যারা বৈশ্বিকভাবে স্বাস্থ্যখাতে উদ্ভাবনের পথিকৃৎ।

সেশনের সভাপতিত্ব করেন ডা. মাহবুবুর রহমান চৌধুরী, কনসালট্যান্ট ফ্যাকো সার্জন ও চেয়ারম্যান, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইয়নস্টিটিউট।

মূল বক্তব্য প্রদান করেন কোরিয়া থেকে আগত অতিথি ডিওএফের চিফ অপারেটিং অফিসার সাংকিল তাক এবং হেড অব গ্লোবাল নেটওয়ার্কিং মিজেয়ং চোই।

Advertisement

ইনডেক্স গ্রুপের প্রধান নির্বাহী শফিউল্লাহ আল মুনির বলেন, বাংলাদেশে স্টেম সেল-ভিত্তিক চিকিৎসার নতুন অধ্যায় শুরু হলো। ডিওএফের সহযোগিতায় আমরা স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করছি।

খুব শিগগিরই ইমপালস হাসপাতাল দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ স্টেম সেল থেরাপি সেন্টার চালু করতে যাচ্ছে, যা রোগীদের জন্য বিশ্বমানের চিকিৎসা স্থানীয় পর্যায়ে নিশ্চিত করবে।

Trending

Exit mobile version