স্বাস্থ্য সংবাদ

‘বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় ফিজিওথেরাপি একটি কার্যকর সমাধান’

Published

on

বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় ফিজিওথেরাপি একটি কার্যকর সমাধান বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সভাপতি ড. মোহাম্মদ আবু ইউছুফ।

সোমবার (৮ সেপ্টেম্বর) আইডিইবি ভবনে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশিন (বিপিএ) এবং সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আবু ইউছুফ বলেন, বাংলাদেশে বর্তমানে ষাটোর্ধ মানুষ মোট জনসংখ্যার ১০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ মোট জনসংখ্যার তিনভাগের একভাগ মানুষ বার্ধক্যে উপনীত হবে। বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় ফিজিওথেরাপি একটি কার্যকর সমাধান। সরকার এ খাতে নীতি সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন খাতে অপচিকিৎসা প্রতিরোধে ও সেবার মানোন্নয়নে রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার (ফিজিওথেরাপি) লাইসেন্স ও পেশাজীবীদের নিবন্ধন প্রদান দ্রুত বাস্তবায়িত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল কলেজের চেয়ারম্যান ও বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন বলেন, ফিজিওথেরাপি স্বাস্থ্য ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। সরকারি ও বেসরকারি সমন্বয় বাড়লে এ খাত আরও শক্তিশালী হবে।

Advertisement

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের (বিপিএ) সাংগঠনিক সম্পাদক ডা. মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ড. মু. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো রিজওয়ানুর রহমান প্রমুখ।

Trending

Exit mobile version