স্বাস্থ্য সংবাদ

বাংলাদেশ মেডিকেলে প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published

on

প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব ও ব্যবহার বাড়াতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। কর্মশালায় বিশেষজ্ঞরা প্রমাণভিত্তিক চিকিৎসার ওভারভিউ, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, প্রাসঙ্গিক পরিসংখ্যান এবং ক্লিনিক্যাল অডিট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন।

রিসোর্স পারসন হিসেবে থাকছেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ব্রি. জেনারেল (অব.) মো. আহসান হাবিব, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী। কর্মশালায় প্যালিয়েটিভ মেডিসিন, কমিউনিটি অফথালমোলজি, শিশু কার্ডিওলজি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, ওরাল এন্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি, ফার্মাকোলজি, অবস এন্ড গাইনী এবং ইন্টারন্যাল মেডিসিন বিভাগের ৩০ জন শিক্ষক ও চিকিৎসক অংশ নিচ্ছেন।

কর্মশালায় সভাপতিত্ব করছেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং সঞ্চালনা করছেন অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।

Advertisement

Trending

Exit mobile version