Site icon স্বাস্থ্য ডটটিভি

ক্যানসার নিয়ে ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

বাংলাদেশ ক্যানসার কংগ্রেস, ১৯তম সার্ক ফেডারেশন অন অনকোলজিস্টস কনফারেন্স এবং দ্বিতীয় গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট ঢাকা সামিটের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির (এসএফও) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই সম্মেলনের উদ্বোধন করেন।

প্রধান উপদেষ্টার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি। এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টের প্রতিনিধিদের জুলাই বিপ্লবের পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ওপর প্রকাশিত ‘আর্ট অব ট্রায়াম্পফ’ বইটি উপহার দেন।

তিন দিনব্যাপী এই সম্মেলন রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে । আয়োজকরা মনে করেন, এই গুরুত্বপূর্ণ কর্মসূচি ক্যানসার সচেতনতা এবং চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। একইসঙ্গে সম্মেলনে সার্ক অঞ্চলের ক্যানসারের বর্তমান অবস্থা সম্পর্কিত ল্যানসেট সিরিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

প্রধান উপদেষ্টা সার্ক ফেডারেশন অব অঙ্কোলজিস্টসের (এসএফও) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এবিএমএফ করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

এসময় নিজের ছোটভাই, বিশিষ্ট লেখক, সাংবাদিক, সমালোচক ও খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন প্রফেসর ইউনূস। ভাইয়ের ক্যানসার শনাক্ত ও চিকিৎসার সময় তার পুরো পরিবারকে কী ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেসব অভিজ্ঞতার কথা জানান তিনি। সে সময় ডা. করিম কীভাবে তার চিকিৎসায় সাহায্য করেছিলেন, সেকথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ক্যানসার চিকিৎসায় যে প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন, তা এখনও আমরা পাচ্ছি না। সার্ক যে ক্যানসার চিকিৎসাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত জরুরি ও অনুপ্রেরণামূলক।

আজকের কনফারেন্সে সার্ককে সক্রিয় করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আবারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আয়োজকরা জানান, কনফারেন্সের অন্যতম প্রধান লক্ষ্য তরুণ অনকোলজিস্টদের এগিয়ে নিয়ে আসা। এই উদ্যোগকে এগিয়ে নিতে, সেরা তরুণ অনকোলজিস্টকে সম্মান জানিয়ে এবিএমএফ গোল্ড মেডেল এবং প্রতিষ্ঠিত সার্ক পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া বাংলাদেশের জন্য প্রথম প্রোস্টেট ক্যানসারের নির্দেশিকা কনফারেন্সে প্রথমবারের মতো বাংলাদেশের জন্য অ্যাডাপটিভ প্রোস্টেট ক্যানসারের গাইডলাইন নিয়ে আলোচনা করা হবে। এটি ক্যানসার চিকিৎসায় বাংলাদেশের জন্য একটি বড় পদক্ষেপ বলে মনে করেন আয়োজকরা।

পাশাপাশি স্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনার ব্যবস্থাও করা হয়েছে সম্মেলনে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। ৫০ জনেরও বেশি শীর্ষস্থানীয় ক্যানসার বিশেষজ্ঞ এতে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জন হপকিন্স, রয়্যাল মার্সডেন এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, চীন, জর্ডান, কানাডা এবং সার্ক অঞ্চলের দেশগুলো থেকে প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

আয়োজকরা মনে করেন, এই কনফারেন্সের মাধ্যমে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সার্ক অঞ্চলের উন্নয়নে একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে।

Exit mobile version