রোগীর কল্যাণে কাজে লাগে এমন গবেষণা করুন : বিএসএমএমইউ উপাচার্য

দেশ, জনগণ ও রোগীর কল্যাণে কাজে লাগে চিকিৎসকদেরকে এমন গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যরাক্লিনিক্যাল সাইন্স অনুষদ ভবনে পাবলিক হেলথ অ্যান্ড ইনফমেটিক্স বিভাগের উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক তুহিন, অধ্যাপক ডা. ফারিহা হাসিন, অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. মো. আবু তাহের ও ডা. বুশরা প্রমুখ।

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, গবেষণার ক্ষেত্রে ইথিক্যাল বিষয় মেনে চলুন। গবেষণা কার্যক্রম যাতে নতুন জ্ঞান সৃষ্টি ও বৃদ্ধিতে অবদান রাখতে পারে সেদিকে খেয়াল রাখুন।

এর আগে আউটকাম বেইসড কারিকুলাম বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, দেশের জনগণের জন্য উপযুক্ত বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে জন্য ফ্যাকাল্টি ডেভলপমেন্ট করা অবশ্যই প্রয়োজন। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রাম আন্তর্জাতিক মানে উন্নীত হতে সহায়ক হবে।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, চিকিৎসা বিজ্ঞানে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে হবে। বিশ্বমানের কারিকুলাম তৈরি, ফ্যাকাল্টির উন্নয়ন, ফ্যাকাল্টিগণের কর্ম ও জ্ঞান দক্ষতা বৃদ্ধিসহ অ্যাকাডেমিক, সাইন্টিফিক, রিসার্চ কর্মে বিএসএমএমইউ এর বর্তমান প্রশাসন সব ধরনের সহায়তা দিয়ে যাবে।

তিনি আরও বলেন, এই ধরনের প্রোগ্রাম বিএসএমএমইউকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে যেমন সহায়ক হবে তেমন বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের অগ্রগতিতে বড় অবদান রাখবে।

Exit mobile version