স্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউর রেসিডেন্সি ফাইনাল পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর রেসিডেন্সি কোর্সের জানুয়ারি ২০২৫ এর ফেজ ‘এ’ এবং ফেজ ‘বি’র ফাইনাল পরীক্ষার জন্য অনলাইন আবেদনের নোটিস প্রকাশিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. জিল্লুর রহমান স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে অনলাইন আবেদন ফরম পূরণে পূর্বে সকল প্রার্থীকে ই-রেজিস্ট্রেশন করতে হবে।

শুধুমাত্র পরীক্ষা অংশ নিতে উপযোগী প্রার্থীরাই নিজস্ব ই-রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন আবেদনপত্র পূরণের সুযোগ পাবেন।

পরীক্ষার নির্ধারিত ফ্রি প্রদানের পর একজন রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) অনলাইন আবেদন পাবেন।

ফি প্রদানের নিয়ম

Advertisement

প্রার্থীকে পূবালী ব্যাংকের অনলাইন শাখায় SB AC No: 0947101149690 ‘BSMMU Admission, Course Examination & Misc, Fund পরীক্ষার ফি প্রদান করতে হবে।

ফি’র পরিমাণ

১. এমডি/এমএস ফেজ-‘এ’ পরীক্ষার ফি ১২,৩০০ টাকা,
২. এমডি/এমএস ফেজ-‘বি’ পরীক্ষার ফি ১৩,৭৪০ টাকা এবং
৩. অনিয়মিত রেসিডেন্টদের রিটেনশন ফি ৬০০ টাকা।

নোটিশটি দেখতে ক্লিক করুন

Advertisement

Trending

Exit mobile version