নির্বাচিত

ডিজিটাল হাজিরা নিশ্চিতে সহযোগিতা চাইলেন বিএসএমএমইউ প্রো-ভিসি

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডিজিটাল হাজিরা নিশ্চিতে চিকিৎসকসহ সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চাইলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, এটা একটি বড় সমস্যা যে, পুরো জনশক্তিকে এ ব্যাপারে সক্রিয় করা যাচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতনরা সব বিষয়ের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাদের নির্দেশনা দিলে এটি পুরোপুরি বাস্তবায়ন সম্ভব।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ফেইস রিকোগনিশন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ডিজিটাল হাজিরা নিশ্চিতে সবার সহযোগিতা চেয়ে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ডিজিটাল হাজিরার বিষয়ে শুরুতে কিছুটা অসুবিধা হলেও আমরা যেন এই পদ্ধতির বিরোধী হয়ে না উঠি। সবাই আন্তরিকভাবে নিলে এটি সাফল্য পাবে। এ কাজে সব জনশক্তির আন্তরিকতা ও সম্পৃক্ততা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েনমেন্ট কার্যক্রম চালু করতে পারলে পুরো চিকিৎসা সেবা নিয়মতান্ত্রিকতায় চলে আসবে। সেক্ষেত্রে আমাদের বহির্বিভাগটাও একটি শিক্ষা কেন্দ্রতে পরিণত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, আইটি সেলের প্রোগ্রামার মো. মারুফ হোসেন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা।

Advertisement

Trending

Exit mobile version