প্রধান খবর

আহতদের চিকিৎসা নিশ্চিতে এবার উপদেষ্টাদের নিয়ে কমিটি

Published

on

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতে এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে ‘উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে।

বুধবার (৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণার্থে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে। সদস্য করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ফাহিম হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কেন্দ্রীয়ভাবে সহায়তা এবং পরিবীক্ষণ।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। এছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলেও উল্লেখ করা হয়েছে।

Trending

Exit mobile version