ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা বিধানে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে সকাল থেকে সেখানে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দফায় দফায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করা শুরু করেন।

Exit mobile version