Site icon স্বাস্থ্য ডটটিভি

ঢামেকের শিশু বিভাগে ডা. নাজমুন নাহারের নামে ক্লাস রুম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজমুন নাহারের নামে ক্লাস রুমের নামকরণ করা হয়েছে। আজ সোমবার এ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে অধ্যাপক ডা. নাজমুন নাহারকে শুভেচ্ছা জানানো হয়। পরে তার কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তার বক্তব্যে অধ্যাপক ডা. নাজমুন নাহারের কর্মময় জীবনের প্রতি অনুপ্রাণিত হয়ে নবীন চিকিৎসকদের আহ্বান জানান। এসময় অন্যান্য অধ্যাপক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version