স্বাস্থ্য সংবাদ

টেলিভিশন বিতর্ক: ঢাবিকে হারিয়ে বিজয়ী এসএসএমসির শিক্ষার্থীরা

Published

on

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় যুক্তি উপস্থাপন ও কথার লড়াইয়ে বিজয়ী হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) রুমানা ছাত্রী নিবাসের শিক্ষার্থীরা।

শনিবার (৪ মে) রাজধানীর রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলকে হারিয়ে তারা বিজয় অর্জন করেন। বিতর্কের বিষয় ছিল—‘অর্থনৈতিক অস্বচ্ছলতাই বিবাহ বিচ্ছেদের মূল কারণ’।

অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন—এসএসএমসির ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তমা দেবী ও মেহজাবিন হোসেন মেধা, ৪৮তম ব্যাচের নাজনীন নাহার নীমা, ৫১তম ব্যাচের ইসরাত জাহান, রেশমা রহমান, লিপা আক্তার ও সামাহা আহমেদ। তাঁরা সবাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সদস্য।

প্রতিযোগিতায় বিজয় লাভ করায় শিক্ষার্থীরা এসএসএমসির অধ্যাপক ডা. সুদীপ দাশ গুপ্ত ও এসএসএমসির সহকারী অধ্যাপক ডা. ডালিয়া সুলতানার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতিযোগিতায় সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি স্নিগ্ধা কবির এবং সাধারণ সম্পাদক তন্ময় দাস।

Trending

Exit mobile version