মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শেষে আয়োজকদের সঙ্গে মেডিকেল শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হলো মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশ এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি (বিএমএসএস) যৌথভাবে এর আয়োজন করে।

দিনব্যাপী অন্তর্দৃষ্টিপূর্ণ এই প্রশিক্ষণ কর্মসূচিতে ইন্টারেক্টিভ সেশনের পাশাপাশি বিশেষজ্ঞদের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাসিক নিয়ন্ত্রণ, গর্ভনিরোধ, পরিবার পরিকল্পনা, পরামর্শ, সম্মতি, কাউন্সেলিং, গর্ভপাত পরবর্তী যত্ন নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপট সর্ম্পকে ধারণা প্রদান করা হয়।

সূচনা পর্বে আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সাঈদ রুবায়েত তাদের কর্মসূচি, পরিবার পরিকল্পনা, মেন্সট্রুয়াল রেগুলেশন ও প্যাক নিয়ে বাংলাদেশে পরিচালিত প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

একই সঙ্গে দেশে পরিবার পরিকল্পনার বর্তমান অবস্থা, অগ্রগতি এবং চ্যালেঞ্জ সম্পর্কে সম্মক ধারণা দেওয়া হয়, যা মেডিকেল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আইপাস বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা ড. আবুল খায়ের গর্ভনিরোধ পদ্ধতি সম্পর্কিত নীতি, স্ক্রিনিং, কাউন্সেলিং এবং সম্মতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। পঞ্চাশ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে স্বাস্থ্যকর্মীদের কাছে সাহায্যের জন্য আসা রোগীদের সঠিক কাউন্সেলিংয়ের গুরুত্বের বিষয়ে জানান।

কর্মশালায় গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন আইপাসের জ্যেষ্ঠ উপদেষ্টা ডা. ওয়াহিদা সিরাজ। তিনি স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান কাঠামো, বাংলাদেশে পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত পদ্ধতির গুরুত্ব সম্পর্কে কথা বলেন।

অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে স্ক্রিনিং, কাউন্সেলিং এবং নারীদের জন্মবিরতিকরণ অস্থায়ী পদ্ধতি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস (আইইউডি) ব্যবহারের পদক্ষেপগুলোর উপর একটি সেশন পরিচালনা করেন ডা. খাদিজা আক্তার।

আইপাস বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা ডা. ফারজানা আক্তার ওষুধের পাশাপাশি মাসিক নিয়ন্ত্রণের (মেন্সট্রুয়াল রেগুলেশন উইথ মেডিকেশন) সাথে গর্ভপাত পরর্বতী সেবা এবং ব্যবস্থাপনার উপর আলোচনা করেন।

সবশেষে ভ্যালুস ক্যারিফিকেসন ফর অ্যাকশন এন্ড ট্রান্সফরমেশন (ভিক্যাট) এবং গর্ভনিরোধের আইনি দিকগুলো তুলে ধরেন অ্যাডভোকেট সামিয়া সরিফ।

সংশ্লিষ্ট জানান, ‘এই সেশনের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীরা গর্ভনিরোধক পদ্ধতি সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হয় এবং তারা গর্ভনিরোধক কাউন্সেলিং এবং মাসিক নিয়ন্ত্রণ পরিসেবা প্রদানের সময় রোগীদের বিভিন্ন চাহিদা, পছন্দ এবং সাংস্কৃতিক পটভূমি বোঝার গুরুত্ব উপলব্ধি করেন। আমরা আশা করি, এখন থেকে তারা আরও সহায়ক এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার পরিবেশ তৈরি করতে গর্ভনিরোধ এবং মাসিক নিয়ন্ত্রণ সম্পর্কে চারপাশের ভুল ধারণা সমাধান করতে সক্ষম হবেন।’

Exit mobile version