স্বাস্থ্য সংবাদ

প্রবীণ চিকিৎসক আজিজুর রহমানের মৃত্যু, বিএমএর শোক

Published

on

দেশের অন্যতম প্রবীণ চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি ও বিএমএর আজীবন সদস্য ডা. আজিজুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশের প্রবীণ এই চিকিৎসকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

শনিবার (৪ মে) সকাল সোয়া ৮টায় ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে বিএমএ এ তথ্য জানিয়েছে।

শোকবার্তায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা প্রকাশ করেন।

জানা গেছে, প্রয়াত ডা. আজিজুর রহমান ১৯৬৭ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

Trending

Exit mobile version