স্বাস্থ্য সংবাদ

আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস ও এক্সপোর রেজিস্ট্রেশন চলছে

Published

on

‘৩য় আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্লান্ট কংগ্রেস এবং ডেন্টাল এক্সপো, ঢাকা-২০২৪ ’-এর রেজিষ্ট্রেশন চলছে। আগামী ৪মার্চ পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে। আগামী ৮ মার্চ কংগ্রেস ঢাকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে।

আয়োজক কর্তৃপক্ষ আশা করছে আগামী ৮মার্চ সেমিনারে এক হাজার জন দেশি-বিদেশি ডেন্টিস্ট অংশগ্রহণ করবেন। এবারের আয়োজনে দেশের ডেন্টাল সার্জনদের মাঝে ডেন্টাল ইমপ্লান্টবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে বিভিন্ন আয়োজন থাকবে। বেশকিছু সেমিনার, হ্যান্ডস অন ট্রেনিং এবং সায়েন্টিফিক সেমিনার আয়োজন থাকবে।

শুধুমাত্র বিডিএস ডিগ্রিধারী গ্রেজুয়েট, পোস্ট গ্রেজুয়েট এবং ইন্টার্নশীপ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেন ফি ২০০০/- টাকা। রেজিস্ট্রেশন এবং আয়োজন সম্পর্কে জানতে যোগাযোগ করতে হবে 01710569782 নাম্বারে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ডেন্টাল ইমপ্লান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিয়াব) এই তারিখ ঘোষণা করা হয়। একই দিন রাজধানী ঢাকার মাস্টার শেফ বিবিকিউ রেস্টুরেন্টে পোস্টার উন্মোচন করা হয়।

ডিয়াব একটি অলাভজনক সংস্থা, যার যাত্রা শুরু হয় ২০১৯ সালে। ডিয়াবের মুল লক্ষ্য এবং উদ্দেশ্যে হল দেশের সাধারণ ডেন্টাল সার্জনদের মাঝে ডেন্টাল ইমপ্লান্ট বিষয়ক জ্ঞান ছড়িয়ে দেয়া। ডিয়াব সার বছর বিভিন্ন সভা, সেমিনার, কোর্স, হ্যান্ডস অন ট্রেনিং, কলেজ প্রোগ্রাম এবং দ্বি-মাসিক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে থাকে।

Advertisement

ডিয়াব এখন পর্যন্ত দুইটি আন্তর্জাতিক ও জাতীয় সম্মেলনের আয়োজন করেছে যথাক্রমে ২০২০ ও ২০২২ সালে।

Trending

Exit mobile version