বিডিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ নতুন চিকিৎসকদের গ্রুমিং সেশন ও ঢাকা ডেন্টাল কলেজ টিচার্স ডিরেক্টরির উম্মোচন হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।
এবার ঢাকা ইউনির্ভাসিটির অধীনে অনুষ্ঠিত ফাইনাল পেশাগত পরীক্ষায় প্রথম স্থানসহ ১০ জনের ৬ জনই ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী। বিডিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ নতুন চিকিৎসকদের গ্রুমিং সেশনে নতুনদের ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা এবং বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এসময় নতুনদের সাথে অভিজ্ঞতাও বিনিময় করেন শিক্ষকরা।
অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, আমাদের শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী ক্যাম্পাস তৈরি হওয়ায় এমন সাফল্য। এ সাফল্যে কলেজ কতৃপক্ষ, শিক্ষক ও ছাত্র ছাত্রী সকলেই গৌরববোধ করছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ প্রদানে ২০১৯ সাল থেকে আমরা ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ চালু করি। মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কার প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার আগ্রহও সৃষ্টি হয়েছে।
টির্চাস ডিরেক্টরি উন্মোচন প্রসঙ্গে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, দীর্ঘদিন ধরে আমরা শিক্ষকের প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ প্রকাশনার অভাববোধ করছিলাম। সেই অভাব দূর হলো এই টিচার্স ডিরেক্টরি বইটি উন্মোচনের মাধ্যমে। এতে এক নজরে শিক্ষক সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।
টিচার্স ডিরেক্টরি বইটি হাতে পেয়ে সকল শিক্ষকবৃন্দ এর প্রসংশা করেন। বইটির সম্পাদনার দায়িত্ব পালন করেন ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ডা. মোরশেদ আলম তালুকদার।
অপর দিকে গ্রুমিং সেশন পরিচালনা করেন অর্থোডন্টিকস অ্যান্ড ডেন্টোফ্রেসিয়াল অর্থোপেডিক্সস বিভাগের লেকচারার ডা. রাজিবুল হাসান।