নির্বাচিত

জীবন রক্ষাকারী ওষুধ বাজারজাতকরণে রোশ ও রেডিয়েন্টের মধ্যে চুক্তি

Published

on

বাংলাদেশে ক্যান্সার, চোখ ও মস্তিষ্কের জটিল সমস্যাজনিত মারাত্মক রোগের চিকিৎসায় ওষুধের যৌথ বিপণনের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের গবেষণা ভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এফ. হফম্যান-লা রোশ ও বাংলাদেশের রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের রোগীদের জন্য ক্যান্সার চিকিৎসায় উন্নতমানের ওষুধ সরবরাহ করবে রোশ। এতে করে দেশ ক্যান্সার চিকিৎসায় বৈশ্বিক মানে উন্নীত হওয়ার পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রোশ ফার্মাসিউটিক্যালসের সেন্ট্রাল ইউরোপ, তুরস্ক ও ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক প্রধান আদ্রিয়ানো ট্রেভে বলেন, ‘ওষুধ শিল্পে বাংলাদেশ যথেষ্ট সুনাম কুড়িয়েছে। দিন দিন আরো উন্নত হচ্ছে। আরো আধুনিকতা আনতে সহযোগিতা করতে চাই আমরা। এ চুক্তির ফলে নতুন অনেক সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং বাংলাদেশের রোগীদের জন্য রোশের উন্নতমানের ইনোভেটিভ ওষুধ পাওয়ার পথ সহজতর হবে।’

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল ও লা রোশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ছবি : স্বাস্থ্য টিভি

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘এ যৌথ বিপণনের সূচনার মাধ্যমে বাংলাদেশ ওষুধ শিল্পে নতুন মাইলফলক অর্জন করল। রোশ আন্তর্জাতিকভাবে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান, যারা ১২৫ বছর ধরে নিজেদের গবেষণা ছাড়া কোনো ওষুধ তৈরি করেনি। বিশেষ করে ক্যান্সার ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগের ওষুধ তৈরি করছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে কভিড-১৯ মোকাবেলায় রেডিয়েন্ট সহযোগিতা করেছে। বিশেষ করে জটিল কোনো ওষুধের যাতে সংকটে পড়তে না হয়, সেজন্য সরকারের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করেছি। বর্তমানে অনেক জটিল রোগের জীবন রক্ষাকারী বিশেষ ওষুধ আমরাই সরবরাহ করছি। রোশের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের ওষুধ শিল্পের পাশাপাশি বৃহত্তর অর্থে দেশ ও দেশের নাগরিকরা উপকৃত হবে।’

Advertisement

অনুষ্ঠানে আদ্রিয়ানো ট্রেভেকে রেডিয়েন্টের পক্ষ হতে স্মারক উপহার প্রদান করা হয়। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন রোশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মার্ক হীব ও গাজী ম‌ঈন উদ্দিন আহমেদ, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালী (অব.), নির্বাহী পরিচালক আবু শাহরিয়ার জাহেদী, আরশাদ মাহমুদ, পরিচালক মুসাওয়াত শামস্ জাহেদী, প্রমুখ।

সবশেষে বিশেষ অলিম্পিকে পদকজয়ী ‘মুসা মিয়া বুদ্ধি-প্রতিবন্ধী বিদ্যালয়ে’র শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Trending

Exit mobile version