নির্বাচিত

ডেঙ্গু নিয়ে হেলথ ইমার্জেন্সি ঘোষণার অবস্থা হয়নি: স্বাস্থ্যের ডিজি

Published

on

ডেঙ্গু শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণার মতো অবস্থা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম।

রোববার (১৬ জুলাই) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, এবার বর্ষা মওসুম দেরিতে শুরু হয়েছে। এ কারণে ডেঙ্গুর মৌসুমও লম্বা হওয়ার শঙ্কা রয়েছে। তবে পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার মতো পরিস্থিতি হয়নি। প্রয়োজন হলে সেটা পলিসি লেভেলে আলোচনা করতে হবে বলে জানান তিনি।

ডিজি আরও বলেন, ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালের জনবল সংকট নিরসন করা হয়েছে। রাজধানীর সব সরকারি হাসপাতালেই ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা আছে। তাই একটি নির্দিষ্ট একটি হাসপাতালে না গিয়ে ডেঙ্গু চিকিৎসায় অন্যান্য সব সরকারি হাসপাতালে যাওয়ার অনুরোধ জানান তিনি।

অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম বলেন, সারাদেশে আশঙ্কাজনকভাবে ডেঙ্গুরোগী বাড়ছে। আমরা চিকিৎসা দিচ্ছি, দেব, তবে রোগীর সংখ্যা বাড়তেই থাকলে নিশ্চয়ই আমরা সংকটে পড়বো। এখন পর্যন্ত আমাদের কোনো সংকট নেই। সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধের আহ্বান জানান তিনি।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

Trending

Exit mobile version