আন্দোলনকারী চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ইচিপের নিন্দা

রাজধানীর শাহবাগে আন্দোলনরত বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জ - সংগৃহীত

ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা। রাজধানীর শাহবাগে এই ঘটনা ঘটে।

রোববার (১৬ জুলাই) সংগঠনের সভাপতি ডা. মো. শামীম রেজা ও সাধারণ সম্পাদক ডা. মো. আশফাক কবীর (প্রহর) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

বিবৃতিতে ইচিপ নেতারা বলেন, আন্দোলনকারী চিকিৎসকদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

তারা বলেন, বিগত কয়েকদিন যাবৎ সারাদেশের বেসরকারি পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। এই শান্তিপূর্ণ আন্দোলনকারী চিকিৎসকদের উপর রোববার (১৬ জুলাই) নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ- যা দেশের চিকিৎসক সমাজের জন্য অপমানজনক ও হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন তারা।

Exit mobile version