Site icon স্বাস্থ্য ডটটিভি

ঢাকা ডেন্টাল কলেজে অধ্যাপকসহ নতুন ৫১ পদ অনুমোদন

ঢাকা ডেন্টাল কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ নতুন ৫১টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে ৪৩টি ও অস্থায়ীভাবে ৮টিসহ মোট ৫১টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জনপ্রশাসন মন্ত্রণালয় যে ১৪৮টি পদের প্রস্তাবনা দিয়েছিল, তার মধ্যে ৫১টি আজ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং ঢাকা ডেন্টাল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ূন কবীর বুলবুল বলেন, ডেন্টিস্ট্রি প্রফেশনের জন্যে এই পদসৃজন এক মাইলফলক। নুতন বছরে এটি ডেন্টাল সার্জনদের জন্যে কাংখিত একটি পাওয়া।

তিনি আরও বলেন, ঢাকা ডেন্টাল কলেজ বাংলাদেশে ডেন্টাল প্রফেশনেরএর মাতৃপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিভিন্ন বিভাগের পদ,পদায়ন,পদোন্নতি সংক্রান্ত জটিলতায় ভুগছিলো। যেমন – কোন বিভাগে অধ্যাপক এর পদ আছে তো কোন বিভাগে নেই, আবার কোন বিভাগে সহকারী অধ্যাপক এর পদ আছে তো সহযোগী নেই,কোথাও সহযোগী আছেতো অধ্যাপক নেই। এই অবৈজ্ঞানিক পদবিন্যাসে শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত হাপিত্যেস থেকে একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম নানাভাবে ব্যহত হচ্ছিল। তাই আমরা এ বিষয়ে মন্ত্রণালয়ে কম্প্রিহেনসিভ একটি প্রস্তাবনা দিয়েছিলাম।

সেই থেকে আমাদের এই অর্জন। করোনার কারনে বাস্তবায়িত হতে একটু বেশী সময় অতিবাহিত হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষাও পরিবার কল্যান বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ত্বরিত পদক্ষেপে এই ৫১ টি পদসৃজন নুতন বছরে ডেন্টাল প্রফেশনের জন্যে নুতন পাওয়া হিসেবেই দেখছি আমরা। এই পদসৃজনের মাধ্যমে একাডেমিক ও ক্লিনিক্যাল কার্যক্রম আরো বেগবান হবে বলে আমি আশাবাদী।আমাদের প্রদত্ত প্রস্তাবনার বাকী আরো কিছু পদ অব্যাহত প্রক্রিয়ার মাধ্যমে এচিভ করতে পারবো,য়ে ক্ষেত্রে পদসৃজনের লম্বাধাপগুলো অনুসরন আর করা লাগবেনা, শুধু অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলেই হবে। আমদের অবকাঠামোগত একটি প্রজেক্ট ও চলমান আছে, যার মাধ্যমে ঢাকা ডেন্টাল কলেজ আন্তর্জাতিকতা পাবে ইনশাল্লাহ।

Exit mobile version