স্বাস্থ্য সংবাদ

স্বাচিপের নতুন কমিটিকে বিএমএর অভিনন্দন

Published

on

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে বিএমএর দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত স্বাচিপ সভাপতি ও মহাসচিবকে এ অভিনন্দন জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নবনির্বাচিত সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলনকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন পর স্বাচিপের ৫ম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটি ঘোষণা করায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে। একইসঙ্গে নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে চিকিৎসকদের অধিকার আদায় ও স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের যথাযথ প্রতিদান দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাচিপের পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

Trending

Exit mobile version