প্রধান খবর

স্বাচিপের নতুন সভাপতি জামাল, মহাসচিব কামরুল

Published

on

আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর নতুন সভাপতি হিসেবে ডা. জামাল উদ্দিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। আর মহাসচিব হয়েছেন ডা. কামরুল হাসান মিলনের।

শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের পঞ্চম জাতীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নতুন নেতৃত্বে আসা দুজনই পড়াশোনা করেছেন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে)। এর মধ্যে সভাপতি অধ্যাপক জামালউদ্দিন চৌধুরী ঢামেকের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চিকিৎসক নেতা হিসেবেই চিকিৎসকদের কাছে পরিচিত। অন্যদিকে মহাসচিব কামরুল হাসান মিলন একই বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বাধীন স্বাচিপের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন।

ওবায়দুল কাদের বলেন, স্বাচিপের নতুন কমিটিতে যারাই দায়িত্বে এসেছেন, তাদেরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।

Advertisement

এ সময় উপস্থিত সবার উদ্দেশে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আপনাদের বিশ্বাস আছে তো? পরে উপস্থিত সবাই হ্যাঁ সূচক জবাব দেন।

এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বেলুন ওড়ানো ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম।

সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত দেশের কেউ বিনা পয়সায় কোভিড টিকা দেয়নি, আমরা দিয়েছি। গবেষণার পর্যায়ে থাকা অবস্থায় আমরা টিকা বুকিং দিয়ে রেখেছিলাম। তাহলে টিকা নেবেন না কেন?

তিনি বলেন, ১৪ কোটি ৭৪ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ, ১২ কোটি ৫১ লাখের বেশি মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তবে বুস্টার ডোজ মাত্র ৫ কোটি মানুষ নিয়েছেন। সবাইকেই এটা নিতে হবে। বিনা পয়সায়ই তো দিচ্ছি। নেবেন না কেন? যে না নেবে, তাকে ফাইন (জরিমানা) করব।

এসময় বিএনপির উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘তারা বলে, আমরা নাকি কিছুই করিনি। ষড়ঋতুর দেশ তো! যা করি সব ভুলে যায়। তাই মানুষকে জানানো দরকার। ভুলে যাতে না যায়, সেজন্য যা করেছি তা মাঝেমধ্যে তুলে ধরি।’

Advertisement

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের ১৩ নভেম্বর সর্বশেষ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে ওইদিন সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এমএ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।

১৯৯৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাচিপ। বর্তমানে সারা দেশে সংগঠনটির সদস্য সংখ্যা ২০ হাজারের মত। গত বছর এই সম্মেলনে হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারী করোনার কারণে তা পিছিয়ে যায় বলে জানান স্বাচিপের নেতারা।

Trending

Exit mobile version