স্বাস্থ্য সংবাদ
স্বাচিপের মহাসচিব প্রার্থী ডা. আবুল হাসনাৎ মিল্টন
আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও মহাসচিব নেতৃত্বের চমক এসেছে। আগামী ২৫ নভেম্বর রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সম্মেলনের আগেই সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশে স্বাচিপের সদস্য চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। প্রায় ৭ বছর পর অনুষ্ঠিতব্য এই সম্মেলনে সভাপতি ও মহাসচিব পদে স্বাচিপের অনেক নেতাই আগ্রহ প্রকাশ করেছেন। মহাসচিব পদে প্রতিদ্বন্ধিতা করার ঘোষনা করেছেন স্বাচিপের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. আবুল হাসনাৎ মিল্টন।
স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলাপ করে জানা যায়, ডা. আবুল হাসনাৎ মিল্টন বিভিন্ন সময় চিকিৎসকদের দাবি-দাওয়া নিয়ে বরাবরই সৌচ্চার ভুমিকা পালন করে এসেছেন। এছাড়াও তরুণ চিকিৎসকদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবুল হাসনাৎ মিল্টন স্বাচিপের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। স্বাচিপ ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন ডা. মিল্টন নব্বইয়ের গণঅভ্যূত্থানের অন্যতম এই ছাত্রনেতা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের সমাজকল্যান সম্পাদক, সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
ডা. আবুল হাসনাৎ মিল্টন ডাক্তারদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলাপ করে এবং অতীত কর্মকাণ্ড বিশ্লেষণপূর্বক জানা যায়, আগামী জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করে। এ কারণেই বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত নেতাদেরই সভাপতি-মহাসচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হবে। আওয়ামী লীগের বিভিন্ন মহলে যোগাযোগ করে জানা গেছে, স্বাচিপ নেতৃত্ব নির্বাচনে এবার বিশেষ চমক থাকবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর সর্বশেষ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন কমিটি গঠনের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়ে ওইদিন সম্মেলন স্থগিত করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অধ্যাপক ডা. ইকবাল আর্সলানকে সভাপতি ও ডা. এমএ আজিজকে মহাসচিব নির্বাচিত করা হয়।