ঢাবি অধিভুক্ত কলেজগুলোর এমবিবিএসের ফাইনাল প্রফ জুনের শেষে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফ জুনের শেষে হতে পারে। ঢাবির মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী জানিয়েছেন শিক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় রেখে ঢাবি অন্তর্ভুক্ত সকল মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল প্রফ জুনের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে শুরু কথা ভাবা হচ্ছে।

মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন মেডিকেল আর্মির প্রতিষ্ঠাতা পরিচালক রাফসান আতিফ জানান, ডা. শাহরিয়ার নবী স্যার আমাদের আর্জি বিবেচনার আশ্বাস দিয়েছেন এ জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি শিক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ফাইনাল প্রফে বসতে পারবেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মেডিকেল আর্মির সাবেক সাধারন সম্পাদক সেলিম বিন সিয়াম, প্রতিষ্ঠাতা পরিচালক রাফসান আতিফসহ ১৭ সদস্যের একটি দল সকল মেডিকেল শিক্ষার্থীর পক্ষে ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী বরাবর অনুরোধ লিপি প্রদান করেন। এসময় তারা ঢাবি অন্তর্ভুক্ত সকল মেডিকেল কলেজের ফাইনাল প্রফ জুনের শেষ সপ্তাহে নেওয়ার
আর্জি জানান।

Exit mobile version