ডেন্টাল শিক্ষার্থীদের প্রফ পরীক্ষা পেছানোর দাবি

ডেন্টাল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, মাত্র ১৪ দিনের নোটিশে প্রফের কারণে খারাপ রেজাল্টের আশঙ্কায় রয়েছে।

এ প্রসঙ্গে মেডিকেল আর্মি প্রতিষ্ঠাতা পরিচালক রাফসান আতিফ বলেন, মাত্র ১৪ দিনের নোটিশে প্রফ নিলে অনেক শিক্ষার্থী খারাপ রেজাল্টের আশঙ্কায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। এজন্য ঢাবি মেডিসিন অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান ডা. শাহরিয়ার নবী স্যারের বরাবর আবেদন জানাবো সময় বাড়ানোর জন্য।

তিনি আরও জানান, মেডিকেল আর্মি পরিবারের ডেন্টাল ইউনিটের পক্ষ থেকে আগামী রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে সবাই সমবেত হয়ে ডেন্টাল প্রফের রুটিন পরিবর্তনের জন্য অনুরোধলিপি প্রদানের চেষ্টা করব।

Exit mobile version