স্বাস্থ্য সংবাদ

বিএসএমএমইউ এর রেসিডেন্সি কোর্সে ভর্তির সুযোগ পেলেন ২৭ বিদেশি শিক্ষার্থী

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসিডেন্সি কোর্সের মার্চ-২০২২ সেশনে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৭ জন বিদেশি শিক্ষার্থী। তাদের মধ্যে ২৪ জন নেপাল, দুই জন মালদ্বীপ এবং একজন ইয়েমেনের শিক্ষার্থী রয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন পাওয়ার পরই ভর্তি নিশ্চিত করা হবে।

প্রত্যেক বিদেশি শিক্ষার্থীর কাছ থেকে অস্থায়ী এ কোর্সে ভর্তির জন্য এক হাজার ৯০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প একটি অঙ্গীকার গ্রহণ করা হবে বলে জানানো হয় আদেশে।

অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ‘কোর্স এবং টিউশন ফি’ জমা দিতে এবং প্রার্থীর স্বাক্ষরিত ভর্তির চিঠি অফিস থেকে সংগ্রহ করতেও বলা হয়েছে।

Advertisement

Trending

Exit mobile version