প্রধান খবর

বিএসএমএমইউতে লিভার ক্যানসারের সর্বাধুনিক চিকিৎসা শুরু

Published

on

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবসৃষ্ট ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে যাত্রা শুরু হয়েছে ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন (টেইস) চিকিৎসা পদ্ধতির। লিভার ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসাগুলোর অন্যতম হচ্ছে টেইস।

এ পদ্ধতিতে ক্যাথল্যাবে লিভারের টিউমারে সরাসরি কেমোথেরাপি ইনজেকশন প্রয়োগ করে টিউমারের রক্ত সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে টিউমারগুলো ক্রমেই ছোট হয়ে আসে। সাধারণত লিভারে অনেক টিউমার আছে এমন রোগীদের জন্য টেইস খুবই কার্যকর চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আইয়ুব আল মামুনের সভাপতিত্ব এ চিকিৎসা পদ্ধতির উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম। এসময় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বাংলাদেশে লিভার ক্যান্সারের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন এবং টেইস সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি ডিভিশনটিতে সামনে আরও নতুন নতুন ইন্টারভেনশন এবং লিভার বিষেশজ্ঞদের জন্য বিশেষায়িত ট্রেনিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা সম্বন্ধেও আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ টেইসের মতো আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি চালুর জন্য ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনকে ধন্যবাদ জানান। তিনি বিভাগটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি এ বিভাগের সব কার্যক্রমে তার সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Advertisement

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম পরিচালনা, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কোলাবরেশন গড়ে তোলা এবং একের পর এক আধুনিক ইন্টারভেনশন চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি চিকিৎসা গবেষণা ও সেবা প্রতিষ্ঠানে উন্নীত করায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের ভূয়সী প্রশংসা করেন।

Trending

Exit mobile version