নির্বাচিত

বিমানবন্দরে করোনার পরীক্ষামূলক পরীক্ষা শুরু

Published

on

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা শুরু হয়েছে। অস্থায়ীভাবে স্থাপিত একটি পরীক্ষাগারে এ পরীক্ষা করা হয়। যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে এখানে পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন ৪৬ যাত্রী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ–উল আহসান আজ বুধবার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দরে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় এই যাত্রীদের বোর্ডিং করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের দোতলায় স্বাস্থ্য বিভাগের সামনে ৪৬ যাত্রীর নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পার্কিং জোনের মোবাইল পরীক্ষাগারে এসব নমুনা পরীক্ষা করা হয়।

আরব আমিরাত সরকারের নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপের পর পরীক্ষামূলকভাবে ৪৬ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইট। বিমানবন্দরে করোনা পরীক্ষা করে ‘নেগেটিভ’ রিপোর্ট পাওয়ার পর ফ্লাইটের যাত্রীদের প্লেনে চড়তে দেওয়া হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, বিমানবন্দর এলাকায় একটি মোবাইল ল্যাবে তাদের করোনা পরীক্ষা হয়েছে। নেগেটিভ রিপোর্ট আসার পর তাদের বোর্ডিং করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। এমিরেটসের ফ্লাইটটি আমিরাতের দুবাই শহরে যাবে।

Advertisement

এদিকে আমিরাত সরকারের নতুন বিধিনিষেধ জারির পর দেশটির সিভিল এভিয়েশন পরীক্ষামূলক দেশটিতে ৫০ জন যাত্রী পাঠানোর প্রস্তাব দেয়। পরীক্ষামূলক পরিস্থিতি সন্তোষজনক হলে তারা নিয়মিত যাত্রী নেওয়ার বিষয়টি নিশ্চিত করবে।

এর আগে ১৫ সেপ্টেম্বর সাতটি প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

গত বৃহস্পতিবার ৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বেবিচক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ল্যাব স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিষ্ঠানগুলোর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) মান সম্মত কি না তা যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠাতে শুক্রবার বেলা ১২টার মধ্যে তা জমা দিতে বলা হয়। এর মধ্যে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো তাদের এসওপি জমা দিয়েছিল।

Trending

Exit mobile version