প্রধান খবর

অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

Published

on

১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এই বয়সী শিক্ষার্থীদের আপাতত ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এ মাসে আরও আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে। সম্প্রতি করোনার সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

Trending

Exit mobile version