Site icon স্বাস্থ্য ডটটিভি

যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. হাফিজের সহায়তায় মডার্নার টিকা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি চিকিৎসক অধ্যাপক ডা. চৌধুরী হাফিজ আহসান দম্পতির সহায়তায় বাংলাদেশে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠানো সম্ভব হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় যখন দুশ্চিন্তায় ভুগছিলেন প্রবাসী বাংলাদেশিরা, ঠিক তখনই নিজ দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের জন্য টিকার ব্যবস্থা করতে সহযোগিতা করছেন ডা. চৌধুরী হাফিজ আহসান ও তার স্ত্রী ডা. সেলিনা পারভীন।

হাফিজ আহসান ঢাকা মেডিকেল কলেজের কে-৩৭ ব্যাচের ছাত্র ছিলেন। যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিওলোজি বিভাগের একজন অধ্যাপক। হাফিজ ও তার স্ত্রী ডা. সেলিনা পারভীন যুক্তরাষ্ট্রের নেভাডার সিনেটর কর্টেজ মাস্তোর সহায়তায় বাংলাদেশের জন্য এরই মধ্যে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠাতে সহযোগিতা করেছেন। আরও ৩০ লাখ ডোজ টিকা পাঠাতে কাজ করে যাচ্ছেন।

অধ্যাপক হাফিজ আহসান জানান, দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর আহ্বানে টিকা পাঠাতে ভূমিকা রাখতে পেরে আমরা প্রবাসী বাংলাদেশিরা নিজেদের গর্বিত বোধ করছি। সেই সঙ্গে দেশের যেকোনো ভালো কাজে নিজেকে জড়িত রাখতে আমরা বদ্ধ পরিকর।

শুধু তাই নয়, করোনা মহামারিতে বিভিন্ন সময় বাংলাদেশি চিকিৎসকদের জুম মিটিং ও সেমিনারের মাধ্যমে পরামর্শও দিয়ে যাচ্ছেন। ঢাকা মেডিকেলে সাবেক ছাত্র অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ সাদেক ও যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. মাসুদসহ আরও অনেকে সহায়তা করছেন।

Exit mobile version