প্রধান খবর

৮ জুলাই আবারো চালু হচ্ছে টিকার নিবন্ধন

Published

on

আবারো চালু হচ্ছে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার নিবন্ধন। শিগগিরই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। সোমবার (৫ জুলাই) সংবাদমাধ্যমে এমনই তথ্য জানিয়ে তিনি বলেন, এ দফায় ৩৫ বছর বয়সীরাও নিবন্ধন করতে পারবেন।

আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম ছিল ৪০ বছর। এবার শিক্ষার্থী ও প্রবাসীদেরও টিকা দেওয়া হবে।

জানা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের মজুদ শেষের পথে থাকায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল। এর আগে ভ্যাকসিন নিতে ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন মানুষ নিবন্ধন করেছেন।

বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়ার মাধ্যমে একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

Advertisement

Trending

Exit mobile version