প্রধান খবর

টাঙ্গাইলে টিকাদান শুরু ৭ ফেব্রুয়ারি

Published

on

জেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসের টিকা প্রয়োগের প্রশিক্ষণ বুধবার শেষ হবে। রোববার থেকে জেলা পর্যায়ে সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুহম্মদ আজিজুল বলেন, মঙ্গলবার সকাল থেকে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের শরীরে প্রয়োগের ক্ষেত্রে নানাদিক বিশ্লেষণসহ স্বাস্থ্য কর্মীদের হাতে-কলমে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এর আগে গত শুক্রবার প্রথম পর্যায়ের এক লাখ ২০ হাজার ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন আমদানিকারক বেক্সিমকো ফার্মার একজন কর্মকর্তার কাছ থেকে গ্রহণ করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিএম রিয়াজুল ইসলাম।

আজিজুল বলেন, ভ্যাকসিন যথা নিয়মে কোল্ডরুমে সংরক্ষণ এবং নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিভিল সার্জন সাহাবুদ্দিন বলেন, টিকা প্রয়োগের প্রথম দিন টিকাদান কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। এরপর অনলাইন রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হবে।

Advertisement

Trending

Exit mobile version