প্রধান খবর

ফ্রান্সে ৫২ হাজার নতুন করোনা রোগী, ‘সেকেন্ড ওয়েভ’ ঠেকাতে স্পেনে কারফিউ

Published

on

ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গে ফ্রান্সে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গতকাল রোববার জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫২ হাজার ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রথমবারের মতো ফ্রান্সে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়াল।

সেপ্টেম্বরের শুরুতে ফ্রান্সে করোনার নমুনা পরীক্ষায় মাত্র সাড়ে ৪ শতাংশ পজিটিভ আসছিল। অথচ গতকালের তথ্যে দেখা গেছে, নমুনা পরীক্ষা হওয়া ১৭ শতাংশের শরীরে করোনা পজিটিভ এসেছে।

এদিকে দ্বিতীয় দফায় করোনার ঢেউ সামলাতে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে দেশব্যাপী জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, এ কারফিউ প্রতি রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।

ইউরোপজুড়েই আবার করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আসন্ন শীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই ইউরোপের বেশির ভাগ দেশই সংক্রমণ নিয়ন্ত্রণে ধাপে ধাপে নানা কঠোর বিধিনিষেধ আরোপ করছে।

ফ্রান্সে এ পর্যন্ত ১১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এদের মধ্যে আজ সোমবার পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজার ৭৩১ জন। অন্যদিকে স্পেনে এখন পর্যন্ত ১১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৫ হাজার জনের বেশি মানুষ।

Advertisement

Trending

Exit mobile version