প্রধান খবর

নারীর অনিয়মিত ঋতুস্রাবের কারণ ও করণীয়

Published

on

নারী শরীরে অনিয়মিত ঋতুস্রাব একটি প্রচলিত সমস্যা। সাধারণত একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে ২১ দিন থেকে ৩৫ দিনের মধ্যে যেটি হয় সেটি নিয়মিত ঋতুস্রাব। আর যদি ২১ দিনের আগে বা ৩৫ দিনের পরে হয় তবে সেটিকে অনিয়মিত ঋতুস্রাব বলে।

অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবন শেষে হতে পারে। যৌবনের প্রারম্ভে সাধারণত ১২ থেকে ২০ বছর বয়সে কারো শরীরের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন যদি অপরিপক্ব (প্রিমেচিউর) থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয়। আবার নারী শরীরে মেনোপজ শুরু হওয়ার আগে এ ধরনের সমস্যা হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণেও এই সমস্যা হতে পারে।

পিরিয়ড/ মাসিক/ মিনস/ ঋতুস্রাব/ মেন্সট্রুয়াল সাইকেল সৃষ্টিকর্তা কতৃক নির্ধারিত, নারী চরিত্রের প্রকৃতি প্রদত্ত একটি নিয়ম। পিরিয়ড বা মাসিকের মত একটা স্বাভাবিক এবং প্রাকৃতিক বিষয় নিয়ে লজ্জা আর সংকোচের শেষ নেই বাংলাদেশের সমাজে। পিরিয়ড সংক্রান্ত নানা রকম ঝামেলা, চিন্তায় সকলেই জর্জরিত। এই একটা বিষয়ে প্রায় সব মেয়েই একসঙ্গে গলা মেলান। এসব বিশষে সঠিক দিক নির্দেশনা দিতেই স্বাস্থ্য.টিভির এই আয়োজন।

আপনি প্রশ্ন করতে পারেন, জানাতেন পারেন আপনার সমস্যার কথা। আমাদের লাইভ কমেন্ট বক্সে প্রশ্ন বা মন্তব্য করলে আপনার প্রশ্নের উত্তর দিবেন আমাদের আমন্ত্রিত অতিথি। আমাদের সাথেই থাকুন।

অতিথি হিসেবে থাকছেন-
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. দিলরুবা জেবা
সহযােগী অধ্যাপক, গাইনী এন্ড অবস বিভাগ
ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল

Advertisement

অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন-
ডা. প্রিয়াংকা পোদ্দার
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ
গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

—————————————————-
লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন…

স্বাস্থ্য, চিকিৎসা ও লাই��স্টাইলবিষয়ক নিয়মিত আপডেট পেতে SUBSCRIBE করুন স্বাস্থ্য.টিভি চ্যানেল।

⇒ Subscribe Our YouTube Channel: https://bit.ly/2KrEMsq

⇒ Like Us ON Facebook: https://www.facebook.com/Shastho.TV/

Advertisement

⇒ Website: http://www.Shastho.TV/

⇒ Website: http://www.Shastho.TV/Live

Trending

Exit mobile version