বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো।
রোগতত্ব, রোগ নিরাময় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালিস্থ তার কার্যালয়ে নিয়মিত এক প্রেসব্রিফিংয়ে এ কথা জানান।
আইইডিসিআর’র পরিচালক বলেন,‘করোনাভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) এক ব্যক্তি আজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছরের বেশী। তিনি (মারা যাওয়া ব্যক্তি) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগসহ নানাজটিল রোগে ভুগছিলেন।’
সেব্রিনা ফ্লোরা বলেন,বিদেশ ফেরত একজনের সান্নিধ্যে আসার কারণে তিনি (মৃত ব্যক্তি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।
মৃত এই ব্যক্তিকে আইইডিসিআর’র তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে ফ্লোরা উল্লেখ করেন।