প্রধান খবর

হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে বাংলাদেশের সফলতা

Published

on

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশসহ আরো তিনটি দেশ হেপাটাইটিস ‘বি’ নিয়ন্ত্রণে সাফল্য অর্জন করছে।বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ড প্রথম দেশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ টার্গেট অর্জন করলো।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়াদিল্লি কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল জানান, শিশুদের হেপাটাইটিস বি ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এসব দেশ এ সাফল্য অর্জন করেছে।

এ সাফল্যের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, এই চারটি দেশে সরকার তাদের জনগণের স্বাস্থ্যসেবার জন্য বদ্ধপরিকর।

‘হেপাটাইটিস বি’ নিয়ন্ত্রণের বিশেষজ্ঞরা বাংলাদেশ, ভুটান, নেপাল ও থাইল্যান্ডের টিকাদান কর্মসূচি পর্যালোচনা করে দেখেছেন, এসব দেশে টিকা প্রদানের হার শতকরা ৯০ ভাগ। এ ছাড়া গত কয়েক বছর যাবত শিশুদের ‘হেপাটাইটিস বি’ টিকা দেয়া হচ্ছে।

Advertisement

এক জরিপে তারা দেখতে পেয়েছেন, এসব দেশে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে ‘হেপাটাইটিস বি’ সংক্রমণের হার শতকরা এক ভাগের চাইতেও কম।

উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশ ‘হেপাটাইটিস বি’ মুক্ত করার টার্গেট নিয়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Trending

Exit mobile version