প্রধান খবর

‘ক্যান্সারের চিকিৎসায় বিদেশ যাওয়ার প্রয়োজন নাই’

Published

on

ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন নাই। কারণ প্রাণঘাতী এই রোগের সর্বাধুনিক চিকিৎসা এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে দেয়া হচ্ছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ঢামেক হাসপাতালে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ কথা বলেন।

পরিচালক বলেন, সকল রোগের সর্বোত্তম চিকিৎসা দিতে সচেষ্ট ঢামেক হাসপাতাল। এখন অনেকেই বিদেশ থেকে এসেও ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। ক্যান্সারের চিকিৎসা দিতেও প্রস্তুত ঢামেক হাসপাতাল। অচিরেই সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্রাকিথেরাপি মেশিন যুক্ত হচ্ছে এখানে।

তিনি আরও জানান, অতিরিক্ত রোগীর কারণে অনেক ভিড় হয়ে থাকে। এজন্য ক্যান্সারের চিকিৎসায় সময় একটু বেশি লাগছে। দ্রুততার সাথে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ঢামেক হাসপাতালে বিদ্যমান সুবিধা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় ঢামেক এর অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।

Advertisement

Trending

Exit mobile version