Site icon স্বাস্থ্য ডটটিভি

চীন থেকে ৭ কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

শিগগিরই অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানোর নোটিশ দেওয়া হবে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে করোনার টিকা কার্যক্রম বেগবান করা হচ্ছে। চীন থেকে সাত কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাব। অন্য জায়গা থেকে টিকা আসছে। টিকার কার্যক্রম চলমান থাকবে। এসব টিকা পৌঁছালে কার্যক্রম আরও বেগবান হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘জীবন-জীবিকার তাগিদে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এখন থেকে স্বাস্থ্যবিধি, টিকা আর মাস্কেই ভরসা করতে হবে। মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এখন পুরো পৃথিবী এই দুর্যোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪০ লাখের বেশি মানুষ। তবে, আমাদের দেশে অন্য দেশের তুলনায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আছে।

Exit mobile version