‘বিনা চিকিৎসায় কোন রোগি ঢামেক থেকে ফিরে যায় না’

ঈদের দিনসহ ৩৬৫ দিনই ডায়ালাইসিস সেবাসহ সব স্বাস্থ্যসেবা দেওয়া হয় বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন প্রিন্সিপাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ।

দেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই ছাদের নিচে মিলছে সব ধরনের চিকিৎসা। প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার রোগি চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে। দেশের সেরা মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে সুপরিচিত এই হাসপাতালটি বছরের ৩৬৫ দিনেই খোলা থাকে। ঈদের দিনেও ডায়ালাইসিস সুবিধা দেওয়া হয়।

এখানে আসা কোন রোগিকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয়না বলে মন্তব্য করেছেন ঢামেকে হাসপাতালের অধ্যক্ষ বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, ঢামেকের সবাই নিজ নিজ দায়িত্ব পালনে সর্বাত্মক সচেষ্ট থাকেন। এখানে একজন সহায়সম্বলহীন মানুষেরও সমানভাবে চিকিৎসা করা হচ্ছে। শতভাগ ওষুধ, শতভাগ চিকিৎসা- এই পরিকল্পনা মাথায় রেখে কাজ করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

ইতিমধ্যে পুরনো অনেক মেশিনের স্থানে নতুন মেশিন বসানো হয়েছে। অস্ত্রোপচার করা হচ্ছে ২৪ ঘণ্টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থা এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন প্রিন্সিপাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ।

Exit mobile version