সাক্ষাৎকার

বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে: অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির

Published

on

বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আবু ইউসুফ ফকির। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিশেষ আলাপে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, ১৩তম বিসিএসের মাধ্যমে ১৯৯৪ সালে সরকারি চাকুরীতে যোগদান করেন, তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান ও গলা বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।

শিক্ষাজীবনে তিনি বিএসএমএমইউ থেকে ২০০৭ সালে সম্পূর্ন করেছেন এমএস (ই এন টি) ডিগ্রী। ১৯৭৯ সালে কমলা এল কে হাই স্কুল থেকে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি ও নটরডেম কলেজ থেকে ১৯৮১ সালে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ১৯৮১ সালে এমবিবিএস, আইপিজিএমআর থেকে ডিএলও ডিগ্রী অর্জন করেন যথাক্রমে ১৯৮৮ ও ১৯৯৫ সালে।

Trending

Exit mobile version