কণ্ঠশিল্পীদের জন্য টিপস

কণ্ঠশিল্পীদের জন্য টিপস
কণ্ঠশিল্পীদের জন্য টিপস
॥ মোহাম্মদ হুমায়ুন কবীর ॥  গান গেয়ে শিল্পীরা মানুষকে আনন্দ দেন। আমাদের দেশে লোকসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, ধ্রুপদী সংগীত, রামপ্রসাদি গান, হাছন রাজার গান এবং সর্বোপরি আধুনিক গান প্রচলিত আছে। এসব সংগীত পরিবেশন করতে শিল্পীরা বাদ্যযন্ত্রের তালে তালে সুরের মাত্রা উঁচু থেকে উঁচুতে নিয়ে যান। ফলে স্বরযন্ত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন_ Vocal cord G Nodule অর্থাৎ Vocal cord-এ ছোট ছোট দানা বা গুঁটির মতো দেখায়।

এটির মূল কারণ Vocal misuse and abuse. Murphy বলেন ‘Singer’s nodule is basically caused by vocal abuse.’

যেসব শিল্পী বিরামহীনভাবে গান করে তাদের কণ্ঠস্বর ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। এসব সমস্যা থেকে বেঁচে থাকতে হলে একটানা গান করবেন না। প্রতি দুই-তিনটি গানের পর কিছু সময় বিশ্রাম নেবেন এবং একটু একটু করে চুমুক দিয়ে পানি পান করবেন। তাতে আপনার গলা শুকাবে না। কণ্ঠস্বরের কোনো অসুবিধা হবে না।

মোহাম্মদ হুমায়ুন কবীর
স্পিচ থেরাপিস্ট, তাকওয়া, স্পেশালাইজড হসপিটাল, ফোন : ০১৯১১৭৪৮০৩৭

Exit mobile version